সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: একের পর এক শ্যুট আউটের ঘটনা। ভাটপাড়া, জগদ্দলের পর এবার নরেন্দ্রপুরে চলল গুলি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে লস্করপুরে গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা।
মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
বিগত কয়েক বছর ধরেই বাড়িতেই থাকত সে । লকডাউনের জেরে কাজ হারিয়েছিল ভোলা।তারপর থেকে বাড়িতেই থাকতো।খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।