নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ঝিলে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। জানা গেছে, মৃতের নাম মহঃ ইলিয়াস। বয়স ১৬। বাড়ি হাওড়ার বাঁকড়ার রশিকল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জগাছা প্রেস কোয়ার্টার এলাকায় ক্রিকেট খেলতে এসেছিল বাঁকড়া এলাকার কিছু যুবক।খেলার শেষে সেখানকার ঝিলে তারা স্নান করতে নামে। তখনই তলিয়ে যায় ইলিয়াস। পুলিশকে খবর দিলে জগাছা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় তলিয়ে যাওয়া ইলিয়াসকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।