নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: অনেক ক্ষেত্রেই প্রশাসন নাবালিকা বিয়ে রুখে দিয়েছে। এরকমই এক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত কুরান গ্রামে। ওই গ্রামে নাবালিকার বিয়ে রুখে দিল ঘাটাল থানা।ঘাটালের কুরান গ্রামের বাসিন্দা নিরাপদ দাস নামে এক ব্যক্তি তার ১৬ বছরের নাবালিকার বিয়ে ঠিক করে।
৩রা জুলাই রবিবার রাতে তার বিয়ে হওয়ার আগেই ঘাটাল থানার পুলিশ ও চাইল্ড লাইন গিয়ে হাজির বাড়িতে।বাবা,মা এবং নাবালিকাকে নিয়ে আসা হয় ঘাটাল থানায়। সেখানে তারা মুচলেকা দিয়ে জানান যে মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবে না |
পড়াশোনা চালিয়ে যাবেন বলেও জানান।নাবালিকা মেয়েও সিদ্ধান্ত নেয় যে তার যদি আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সব ঘটনা থানায় জানাবে।