নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: নিশ্চিন্দায় বোমা ফেটে বিস্ফোরণের ঘটনায় সোমবার ঘটনাস্থলে আসেন সিআইডির বম্ব স্কোয়াড। এদিন তল্লাশি চালিয়ে মিললো না কিছুই।
রবিবার হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার ছোট দূর্গাপুরের হারকল মাঠে বোমা বিস্ফোরণের পর সোমবার সিআইডি বম্ব স্কোয়াড ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
প্রায় ৩০ জনের একটি দল এলাকায় আসেন। প্রায় ঘন্টা দেড়েক ধরে চিরুণি তল্লাশির পরেও কোনও কিছু এদিন মেলেনি বলে জানা গেছে। উল্লেখ্য, রবিবার দুপুরে বাড়ি তৈরির কাজ চলার সময় হঠাৎ সশব্দে ফাটে বোমা। সামান্য জখম হন এক রাজমিস্ত্রী। ঘরের দেওয়াল গাঁথতে গিয়ে হঠাৎই ঘটেছিল ওই ঘটনা।
দুপুর বারোটা নাগাদ স্থানীয় একজনের ঘর তৈরির কাজ চলছিল। হেল্পার মাথায় করে বয়ে আনা ইট মাটিতে ফেলার সঙ্গে সঙ্গেই হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ভরে যায় চারদিক। ছুটে আসেন আশপাশের মানুষ।
সাগর খাঁ নামের এক রাজমিস্ত্রি সামান্য আহত হন। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী হারকল মাঠের এই এলাকাটি বস্তি এলাকা। এই ঘটনার পিছনে পারস্পরিক শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।