নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: সোমবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন স্থানে এস ইউ সি আই এর পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহবান করা হলো। এক থেকে ৭ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেয় বামপন্থী সংগঠন এস ইউ সি আই (ক)।
এস ইউ সি আইএর ডাকা প্রতিবাদ সপ্তাহের মূল বিষয় ছিল এসএসসি, টেট দুর্নীতি ও অগ্নিপথ প্রকল্প সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে ডাক এবং এসইউসিআই ( কমিউনিস্ট) দলের শান্তিপূর্ণ গন আইন অমান্যের ওপর নৃশংস বর্বরতার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। এস ইউ সি আই এর শাখার সদস্যরা এই ” প্রতিবাদ সপ্তাহ” তে উপস্থিত ছিল।