ইসলামপুরে পুলিশের ইভটিজিং স্কোয়াডের দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: মেয়েদের নানাভাবে উত্যক্ত করত । বিদ্যালয় চলাকালীন ভিড় করে থাকত ওভার ব্রিজের নিচে । এমনই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চোপড়া থানার পুলিশের ইভটিজিং স্কোয়াডের দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে এবং তাদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়।

চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায় , প্রচুর অভিযোগ আসছিল অভিভাবকদের পক্ষ থেকে । সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় । আগামীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় , তার জন্য এই অভিযান চলতে থাকবে । পুলিশের এই উদ্যোগে খুশি শিক্ষিকা থেকে অভিভাবকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 12 =