নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ গ্রামবাসীদের বহরমপুরে। বুধবার সকালে বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকায় সদ্য নির্মিত পিচ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ নিয়াল্লিশপাড়া থেকে থেকে শিবপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে।সেই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। বারবার ঠিকাদারকে জানিও কোন কাজ হয়নি। এতো নিম্নমানের কাজ যে স্থানীয়রা হাত দিয়ে রাস্তার সামগ্রী তুলে ফেলছেন। তাই বাধ্য হয়ে বুধবার সকাল থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, সঠিক নিয়ম মেনে রাস্তার কাজ না হলে তারা এই কাজ করতে দেবে না।