নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো ময়নাগুড়িতে। বুধবার ময়নাগুড়ি টাউন মন্ডল বিজেপির তরফে এই বিশেষ দিনটিকে পালন করা হয়।
এইদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এই দিনটিকে স্মরণীয় ভাবে পালন করতে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে বিজেপির টাউন মন্ডল। এই উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষদের খাবার বিতরণ করা হয়, এছাড়া হাসপাতালের রোগীদের খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক চঞ্চল সরকার, ময়নাগুড়ি টাউন মন্ডল সভাপতি সঞ্জীব বর্ধন, মন্ডল নেতৃত্ব সহ প্রমুখরা।