সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ প্রত্যন্ত সাগর ব্লকের শিক্ষা ক্ষেত্রের মুকুটে যোগ হল নতুন পালক ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দঃ ২৪ পরগনা   সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ প্রত্যন্ত সাগর ব্লকের শিক্ষা ক্ষেত্রের মুকুটে যোগ হল নতুন পালক । স্বচ্ছভারত অভিযান কর্মসূচির অন্তর্গত “স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ” জেলা স্তরের সামগ্রিক বিচারে দক্ষিণ ২৪ পরগণার গ্রামীণ এলাকার স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্মল বিদ্যালয়ের শিরোপা পেলো রুদ্র নগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ।

শুধু পড়াশুনায় নয় , বিদ্যালয়ে পরিস্রুত জলের ব্যবস্থা , শৌচাগার , হাত ধোওয়ার ব্যবস্থা সমস্ত কিছু সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ এবং কোভিড ১৯ পরিস্থিতিতে সুস্হ , সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় শিশু সংসদ দ্বারা কিচেন গার্ডেন সহ পচনশীল, অপচনশীল ও অন্যান্য বিপদজনক আর্ব্বজনা আলাদা ভাবে সংরক্ষন সহ ওয়েষ্ট ম্যানেজম্যান্ট, রিসাইকেলিং, বৃষ্টির জল ধরে ব্যবহার ও ভূর্গভস্হ করণ ,প্লাস্টিক বর্জন পরিবেশে সকলকে সচেতন করা সর্বোপরি দুষণ মুক্ত নির্মল পরিবেশ রচনায় শ্রেষ্ঠ শিরোপা জুটলো বিদ্যালয়ের ঝুলিতে ।

ইতিপূর্বেই এই বিদ্যালয় রাজ্য পর্যায়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে । সামগ্রিক স্কোরের ভিত্তিতে বুধবার অলিপুরে সমগ্র শিক্ষা মিশনের সভাকক্ষে জেলার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ এর হাতে । এদিন উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক , জেলা প্রকল্প অধিকর্তা সহ অন্যান্য বিদ্যালয় পরিদর্শক গণ ।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তাপস মণ্ডল বলেন স্বচ্ছতা রক্ষায় বিদ্যালয়টি জেলায় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেল । এবং ইতিমধ্যে বিদ্যালয়টি রাজ্যস্তরে রাজ্যপর্যায়ের পুরস্কার এর জন্যে মনোনীত হয়েছে ও পরিদর্শন হয়েছে।

আশাকরছি সেখানে ও সামগ্রিক বিষয়ে স্হানাধিকারি হবেই । পাশাপাশি তিনি আরো জানান আগামী দিনে সকলকে সামগ্রিক পরিবেশ রক্ষায় আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে । বৃক্ষ রোপন করে পরিবেশ রক্ষায় আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিশেষ করে গোটা সুন্দরবন জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =