নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস। মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন সাতজন। জানা গিয়েছে গতকাল রাতে বোলপুর থেকে পান্ডবেশ্বরে বরযাত্রীদের নিয়ে যায় একটি বেসরকারি বাস৷
ভোররাতে ফিরে আসার সময় বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে গোপাল নগরের কাছে ওই বরযাত্রী বোঝাই বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে থাকা গাছে। একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন সাতজন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

