সুব্রত বাউরী :: রানিগঞ্জ :: পশ্চিম বর্ধমান :: সংবাদ প্রবাহ :: আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালের নেতৃত্বে আজ রানিগঞ্জ থানায় বিজেপি কর্মী ও সমর্থকরা একটি স্মারকলিপি জমা দিয়, যার মাধ্যমে টিএমসি নেতা এবং সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। যেখানে তিনি মা কালী সম্পর্কে কিছু কথা বলেছেন।
এ বিষয়ে অগ্নিমিত্র পাল বলেন, মা কালী সম্পর্কে মহুয়া মৈত্র যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্যকে সমর্থন করেন, তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি করেন যাতে একটি বিশেষ সম্প্রদায়ের কাছে একটি বার্তা দেওয়া যায় যে হিন্দু দেবদেবীর বিরুদ্ধে কিছু বললে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। গত বিধানসভা নির্বাচনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ছিল। সায়নী ঘোষ ভগবান মহাদেব সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা,তাঁকে দলে পদোন্নতি দেওয়া হয়েছিল, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে মনে করা এক কবিও ভগবান শিবকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন।
অগ্নিমিত্র পাল বলেছিলেন যে বিজেপি এই সব সহ্য করবে না এবং আসানসোল, হীরাপুর ইত্যাদি থানায় এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন যে গতকাল যখন বিজেপি হীরাপুর থানার লোকেরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করতে গিয়েছিল, এফআইআর নথিভুক্ত করার পর সেই মামলায় আরেকটি এফআইআর নেওয়া যাবে না।এই কথা বলে এফআইআর নেওয়া হয়নি। তিনি বলেন, যদি তাই হয়, তাহলে দেশের বিভিন্ন শহরে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে কীভাবে এফআইআর করা হচ্ছে।