নিজস্ব সংবাদদাতা :: হাওড়া :: সংবাদ প্রবাহ ::
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা । সপ্তাহ শুরুর প্রথম দিনে আজ সোমবার, ১১ জুলাই হাওড়া ময়দানে এক অনুষ্ঠান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদহ মেট্রো স্টেশন ও মেট্রো রেলের ইস্ট ওয়েস্ট করিডোরের ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রিয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানী ।তিনি বলেন, ভারতীয় রেল আত্মনির্ভর ভারত গড়ে তোলার সপ্নকে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শিয়ালদহ এশিয়ার সবথেকে ব্যাস্ততম রেল স্টেশন। আট বছরে মহিলা ও বাচ্ছাদের উন্নতিতে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে কেন্দ্র সরকার। এ রাজ্যের ৭২ লাখ মানুষ প্রধান মন্ত্রী গরীব কল্যান যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন পাচ্ছে৷ জল জীবন বিশনের আওতায় ট্যাপ ওয়াটার পাচ্ছে। করিডোরের পুরো কাজ ২০২৩ এর মধ্যে শেষ করার লক্ষ মাত্রা নেওয়া হয়েছে। সল্ট লেক আমার দাদুর বাড়ি। সেই দাদূর বাড়িতে মেট্রো যাবে তার ফিতে কাটতে পেরে খুব ভালো লাগছে।