শান্তিনিকেতনের শিক্ষা ভবনের রাস্তায় গাছের ওপর ময়ূর – খবর বনদপ্তরে

নিজস্ব সংবাদদাতা :: বীরভূম :: সংবাদ প্রবাহ ::  শান্তিনিকেতনের শিক্ষা ভবনের রাস্তায় গাছের মধ্যে চেপে বসে রয়েছে একটি ময়ূর । গাছের মধ্যে এবং নিচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখে এলাকাবাসীরা ময়ূর টিকে। তারপরেই পাশেই যে বনদপ্তর এর অফিস রয়েছে সেই বনদপ্তরকে খবর দেওয়া হয় কাছের মধ্যে রয়েছে একটি ময়ূর।

বনদপ্তরের লোকজন এসে ময়ূর টিকে গাছ থেকে নামানোর বহু চেষ্টা করে কিন্তু নামাতে পারেনি। তাই বনদপ্তরের রাত্রের মধ্যে ময়ূরটিকে আবারো ডিয়ার পার্কে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর পাশেই রয়েছে ডিয়ার পার্ক আর সেই ডিয়ার পার্কেই থাকতো এই ময়ূরটি সুযোগ বুঝে হয়তো পালিয়ে এসেছে এবং জনবসতীর মধ্যে এসে পড়েছে।

রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে দেখছে ময়ূরটিকে। হাতের কাছে যেন এক টুকরো রাজস্থান পেয়ে গেছে শান্তিনিকেতনের বাসিন্দারা। জানাচ্ছি আগে এরকম দেখা যেত কিন্তু বর্তমানে এই পরিস্থিতি একেবারেই নতুন সাধারণ বাসিন্দাদের কাছে তাই মুখে মুখে খবর চাউল হতেই ময়ূর দেখতে ভিড় করছে বোলপুর ও শান্তিনিকেতনের বাসিন্দারা। কচিকাঁচা থেকে বড়রা সবাই আনন্দ উপভোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =