কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: যাত্রী তোলা নিয়ে তর্ক বিতর্কের পর মারধর।যাত্রীবোঝাই অটো আটকে চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো টোটো চালক ও প্রতিবেশীদের বিরুদ্ধে।শুক্রবার সকাল এগারো নাগাদ ঘটনাটি ঘটে মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের দাউদপুরে।ঘটনায় টোটো চালক খাইরুল সেখ সহ মোট পাঁচজনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ করে অটো চালকের স্ত্রী খালেদা বিবি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ,এদিন আশাপুর স্ট্যান্ড থেকে চাঁচলের অভিমুখে অটো বোঝাই করে যাত্রী নিয়ে আসছিল খতিব আলী।খরবা মোড়ে টোটো চালক খাইরুলের সাথে তর্ক বিতর্ক হয়।
পরে টোটো চালক নিজের গ্রাম দাউদপুরে দলবল নিয়ে অটো আটক করে সেখানে বাঁশ দিয়ে এবং চড় কিল ও ঘুষি দিয়ে বেধড়ক মারধর করে অটো চালক খতিব আলীকে।
ঘটনাস্থলেই জ্ঞান হারায় অটো চালক।খবর পেয়ে ছুটে আসে তার স্ত্রী ও পরিবারের লোকজনেরা।তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।আপাতত সেখানেই চিকিৎসাধীন খতিব আলী । মারধরের ঘটনা অস্বীকার করেছে টোটো চালক খাইরুল সেখ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।