নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: হাসনাবাদ থানার টাকি সীমান্তের ঘটনা। সৈয়দপুর ক্যাম্পের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের একটি দল ইছামতি নদীতে আজ সকাল আটটা নাগাদ টহল দেওয়া শুরু করে ।
হঠাৎই এক জোয়ান স্পিড বোট থেকে পড়ে যায়। তাকে টাকি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠলো বাহিনীর নিজস্ব জলযান থেকে কি করে একজন জওয়ান পড়ে গেলেন। তার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে এল।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত মৃত জোয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।