নিজস্ব সংবাদদাতা :: ময়নাগুড়ি :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়ে থেকে উদ্ধার করা হলো বিরল প্রজাতির বাঁদর, আন্তর্জাতিক বাজারে একেকটির মূল্য কোটি টাকার উপরে। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তর অভিযান চালিয়ে গতকাল বিকালে জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়েতে একটি বাস থেকে চারটি বিড়ল প্রজাতির বাঁদর উদ্ধার করে। বাঁদর গুলি আসাম থেকে সড়ক পথে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
মায়ানমার থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বাঁদর গুলি।শুল্ক দফতরের কাছে কাছে গোপন সূত্রে খবর ছিল , সে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়েতে একটি বাসে অভিযান চালানো হয়। বাসের ভিতর একটি খাঁচার মধ্যে প্লাস্টিকের মুড়ে হয়েছিল বাদরগুলি। যাতে কেউ টের না পায় সেই জন্য প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছিল |
বাসের যাত্রীরা আওয়াজ পেলেও কোথা থেকে আওয়াজ আসছে সেই বিষয়ে বুঝতে পারেননি। শুল্ক দপ্তর উদ্ধার করা বিরল প্রজাতির বাঁদর গুলিকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছে। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, ঘটনার তদন্ত চলছে।