গঙ্গা দূষণ প্রতিরোধে যুবকদের সচেতনতা ও প্রশিক্ষণ দেবে ভারত সরকারের জল শক্তি মন্ত্রণালয়।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গঙ্গা দূষণ প্রতিরোধে গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকার যুবকদের সচেতনতা ও প্রশিক্ষণ দিবে ভারত সরকারের জল শক্তি মন্ত্রণালয়। কালিয়াচক- ২ ও ৩ ব্লক রতুয়া-১ ও মানিকচক ব্লকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই চারটি ব্লকের গঙ্গার তীরবর্তী মোট ৫৩৪টি গ্রামের ১০ জন করে যুবকদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

গ্রাম পঞ্চায়েতের দুজন করে নিযুক্ত করা হবে। শনিবার রতুয়া ওয়ান ব্লকের মনিরামতোলা গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি সূচনা হলো। এই দিনে মনিরামতলা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামের ৫০জনকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটির সদস্যরা পরবর্তীতে গঙ্গার তীরবর্তী গ্রামগুলিতে গিয়ে গঙ্গা দূষণ রোধে কি কি কাজ করা উচিত সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাবে।

এদিন কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস মহাশয় । উপস্থিত ছিলেন মনিরাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলক মন্ডল সমাজকর্মী প্রভাত কুমার মন্ডল ,ছাড়াও অন্যান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে যোগা প্রদর্শন , আলোচনা ,কুইজ ,পথরেলী,পরিষ্কার পরিচ্ছন্নতা, নাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সুব্রত দাস বলেন গঙ্গা দূষণ রোধে তীরবর্তী গ্রামের যুবকদের নিয়ে দল গঠন করে সচেতনতা বৃদ্ধি ও প্রচার চালানো হবে মালদা জেলায় গঙ্গা তীরবর্তী ৫৩৪ গ্রামকে বেছে নেওয়া হয়েছে প্রতিটি গ্রামের যুবকদের বেশি দল করে সচেতনতামূলক প্রচার চালানো হবে, গঙ্গা দূষণের কারণগুলি চিহ্নিত করে সমস্যা গুলি সমাধানের চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + two =