নিজস্ব সংবাদদাতা :: বাগুইহাটি :: ডোমজুর :: সংবাদ প্রবাহ :: অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো ডোমজুর থানার পুলিশ। গতকাল রাতে বাগুইহাটি থেকে তাকে উদ্ধার করে পুলিশ।গ্রেফতার ৭ জন অপহরণকারী। পুলিশ সূত্রে জানা গেছে ডোমজুরের কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেড়িয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গতকাল সকালে সেই কোম্পানির নগদ ১০ লাখ টাকা পেমেন্ট নিয়ে বাগুইহাটিতে যান। সেখানেই তাকে আটকে রাখা হয়। ওই যুবকের স্ত্রীকে ফোন করে বলা হয় ভাস্কর মাঝি যে টাকা নিয়ে এসেছেন সেগুলো জাল নোট। তাই অবিলম্বে ২ লাখ টাকা নিয়ে এলে তবেই তাকে ছাড়া হবে। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর কাছে অ্যাকাউন্ট নম্বর পাঠায়। তার স্ত্রী ওই একাউন্টে ১০ হাজার টাকা পাঠায়। পরে সে পরিবারে অন্যান্য লোকেদের গোটা ব্যাপারটা খুলে বলেন। অপহরণকারীরা ভাস্কর মাঝির বাড়িতে টাকা সংগ্রহের জন্য একজন লোক পাঠায়। দাবি মতো নগদ টাকা না দিতে পেরে ওই ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন জমির দলিল দেবেন বলে ঠিক করেন। এ ব্যাপারে তারা কোনা মোড়ের কাছে অপরনের সঙ্গে যুক্ত এক যুবকের সঙ্গে কথাও বলেন। অপহরণকারীরা আগে জমির দলিল হাতে পেয়ে তবে ওই যুবককে ছাড়া হবে বলে জানালে তখন বেঁকে বসেন পরিবারের লোকজন। ওই যুবককে হাতেনাতে ধরে ডোমজুড় থানার পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে অভিযান চালায় ডোমজুর থানার পুলিশ। বাগুইহাটি থেকে উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। ধৃত সাতজনকে আজ হাওড়া আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে আন্তজেলা অপহরণ চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।