নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: দুবরাজপুরের রাস্তায় বেশ কয়েকদিন ধরে রাস্তায় চোখে লাগার মতো লাল রঙের হোর্ডিং। পথচলতি মানুষদের সহজেই চোখে পড়বে সেই সব দৃষ্টি আকর্ষণীয় করে লেখা। কী লেখা আছে তাতে?? তাতে সুস্পষ্ট সাদা হরফে লেখা “লাইন মারতে শিখুন”, “লাইনে ঢুকুন দাদা”।
বেশ কয়েকদিন ধরে বীরভূম জেলার দুবরাজপুর শহরের বিভিন্ন জায়গায় এই সব লেখা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। দুবরাজপুর শহরের মূল বাসস্ট্যাণ্ডে এবং আশ্রম মোড় এলাকায় লাল রঙের বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। আর তাতেই ছড়িয়েছে বিভ্রান্তি।
দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডেকে যখন এ বিষয়ে প্রশ্ন করেন তখন তিনি জানান, এটা নিন্দনীয় কাজ। যাঁরা এটা করেছে খুব খারাপ কাজ করেছে। আমরা পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর থানার পুলিশকে দিয়ে এই ব্যানার গুলো খোলার ব্যবস্থা করব।
পাশাপাশি আরবাজ খান জানান, এরকম ভাবে ব্যানারে লেখাগুলো পড়ে যুব সমাজে খারাপ প্রভাব পড়তে পারে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এই ব্যানার গুলো খুলে নেওয়ার জন্য। অন্যদিকে তনুশ্রী গুপ্ত জানান, লাইন বলতে অনেক কিছুই বোঝায়। কিন্তু এরকম ভাবে লেখা উচিত হয়নি। এটা কে বা কারা টাঙিয়েছেন বলতে পারবো না। তবে এ বিষয়ে প্রশাসন নজর দিক।