কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গায়ের জোরে ছোটো ভাইকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠলো দাদাদের বিরুদ্ধে।ছোটো ভাই প্রতিবাদ করতেই তুমুল বচসা বাধল খোলা বাজারে।রক্তাক্ত হয়েছে ছোটো ভাই।ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মালতীপুর বাজারে।
পারিবারিক সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।রক্তাক্ত অবস্থায় ছোট ভাই হাসিবুর রহমানকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।তার মাথা ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই করা হয়েছে।পরে জখম হাসিবুর দুই দাদা শিশ মোহাম্মদ ও মাসরেকুল সহ ভাইপো মোট তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন চাঁচল থানায়।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মালতীপুর গ্রাম পঞ্চায়েতের লালগঞ্জ গ্রামের শব্দর আলী দু বছর আগে মারা যান।তার তিন পুত্র সন্তান রয়েছে।তখন বাড়ির সম্পতি ভাগ বাটোয়ারা হয়নি।যদিও ছোটো ছেলে হাসিবুরের দাবি,বাবা আমার নামে জলসেচের এস.টি.ডব্লু মার্শাল টি লিখে দিয়েছেন।
তবুও দুবছর ধরে দাদারা শক্তির জেরে হাসিবুরকে অন্ধকারে রেখে জলসেচের সমস্ত অঙ্কের টাকা দুই দাদাই নিয়ে নিচ্ছে।এমনকি হাসিবুর বাবার চাষের জমির ফসল পায়না বলে অভিযোগ। আর বাবার সম্পত্তির দাবি করতেই বেধড়ক ভাবে পিটিয়েছে হাসিবুরকে বলে অভিযোগ। যদিও দুই দাদা মারধরের অভিযোগ অস্বীকার করেছে।হাসিবুরও বাবার সম্পতি ভোগ করছে বলে দাবি দাদাদের।