সুদেষ্ণা মন্ডল :: দক্ষিণ ২৪ পরগনা :: সংবাদ প্রবাহ :: প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক থেকে সর্বস্ব লুট করে নিয়ে গেলো দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত হরিণডাঙাতে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিদিনের মতনই বাড়ি থেকে নিজের গ্রাহক পরিষেবা কেন্দ্রে আসছিল ফিরোজ উদ্দিন মীর। সঙ্গে ছিল লক্ষাধিক টাকার ব্যাগ। সেটা আগে থেকেই জানতো দুষ্কৃতীরা। বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বাইকে করে ফিরোজকে ফলো করতে থাকে দুষ্কৃতীরা। নির্জন রাস্তা দেখে ফিরোজের পথ আটকায় সশস্ত্র তিনজন দুষ্কৃতী। এরপর ফিরোজের মাথায় বন্দুক থেকে সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের থেকে বাঁচতে চিৎকার শুরু করে দেয় ফিরোজ।
চিৎকার শুনে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী ছুটে আসায়। বেগতিক বুঝে টাকা ভর্তির ব্যাগ ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার কথা চাউর হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী।সর্বস্ব খুইয়ে দিশাহারা ফিরোজ। ঢোলাহাট থানায় দুষ্কৃতীদের নামে লিখিত অভিযোগ দায়ের করে করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা লিখিত অভিযোগের পর তদন্তে নেমেছে ঢোলাহাট থানা পুলিশ।