জুয়া খেলার প্রতিবাদ করায় আদি-নব্য তৃণমূলের মারপিট, আহত ১,ঘোলা থানায় অভিযোগ দায়ের,উত্তেজনা সোদপুর অম্বিকাপুর এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সোদপুর :: অম্বিকাপুর :: ঘোলা :: সংবাদ প্রবাহ ::  জুয়া খেলার প্রতিবাদ করেছিল সোদপুর অম্বিকাপুর এলাকার তৃণমূল কর্মী সঞ্জীব দাস,সেই প্রতিবাদ করাকে কেন্দ্র করে আদি ও নব্য তৃণমূল কর্মীদের মারপিটে উত্তেজনা ছড়ালো পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড অম্বিকাপুর এলাকায়, সিপিএম থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূল কর্মী টুঙ্কাই পাল এলাকায় সাট্টা জুয়া চালায়,এরফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে,তারই প্রতিবাদ করেছিলেন এলাকার পুরনো তৃণমূল কর্মী সঞ্জীব দাস,আর সেই প্রতিবাদের মাশুল দিতে হলো নব্য তৃণমূল কর্মীদের হাতে মার খেয়ে,২১শে জুলাই এর ধর্মতলার সমাবেশ থেকে ফিরে এসে এলাকায় চায়ের দোকানে ছেলেকে নিয়ে চা খাচ্ছিলেন তৃণমূল কর্মী সঞ্জীব দাস,সেই সময় নব্য তৃণমূল কর্মী টুঙ্কাই পাল দলবল নিয়ে এসে সঞ্জীব দাসের উপর হামলা করে,সঞ্জীব দাস কে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ টুঙ্কাই ও তার দলবলের বিরুদ্ধে,ঘটনার পর আহত তৃণমূল কর্মী সঞ্জীব দাস কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,

ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, অভিযুক্ত তৃণমূল কর্মী টুঙ্কাই পালের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আদি-নব্য তৃণমূল কংগ্রেসের মারপিট প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহার প্রতিক্রিয়া,সন্ধ্যা হলেই তৃণমূল কর্মীরা মদ মাংসে ডুবে যাচ্ছে,তাতে তৃণমূলের নিজেদের মধ্যে জুয়া খেলা কে নিয়ে লড়াই হবে না তো কি হবে, তৃণমূলের নিজেদের এই লড়াইয়ের মধ্য দিয়ে যে উন্নয়ন চলছে,এই উন্নয়ন মানুষ আর চায় না । 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =