সুফল চন্দ :: শ্রীরামপুর :: সংবাদ প্রবাহ :: শনিবার শ্রীরামপুর বটতলায় সিপিআইএম এবং এসএফআই হুগলি জেলা কমিটি যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন প্রথমে শ্রীরামপুরের বটতলায় সিপিআইএম পথসভা করে। তারপর এসএফআই ও সিপিআইএম একাধিক বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভ করে। তাদের এই বিক্ষোভের কারণ হিসাবে একাধিক বিষয় উঠে আসে- এসএসসি দুর্নীতি থেকে শুরু করে ঘুষ ও দুর্নীতি লব্ধ সমস্ত অর্থ উদ্ধার বিষয় নিয়ে।
 তারপর এসএফআই ও সিপিআইএম একাধিক বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভ করে। তাদের এই বিক্ষোভের কারণ হিসাবে একাধিক বিষয় উঠে আসে- এসএসসি দুর্নীতি থেকে শুরু করে ঘুষ ও দুর্নীতি লব্ধ সমস্ত অর্থ উদ্ধার বিষয় নিয়ে।  এদিন তারা “চোর ধরো জেল ভরো” স্লোগান দিয়ে পথসভা ও বিক্ষোভ করে। এই সময় সিপিআইএমের ও এস এফ আই হুগলি জেলা কমিটি একাধিক সদস্য ও সমর্থকরা এই বিক্ষোভ করে। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের ও সরকারি পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বচ্ছ ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করা হয়।
এদিন তারা “চোর ধরো জেল ভরো” স্লোগান দিয়ে পথসভা ও বিক্ষোভ করে। এই সময় সিপিআইএমের ও এস এফ আই হুগলি জেলা কমিটি একাধিক সদস্য ও সমর্থকরা এই বিক্ষোভ করে। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের ও সরকারি পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বচ্ছ ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করা হয়।  এসএসসি সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেই এই বিক্ষোভ করা হয়। এসএফআই হুগলি জেলা কমিটির ব্যানারে ‘কান নয় মাথা চাই এই দাবি করা হয়। প্রায় আধঘন্টা শ্রীরামপুরের বটতলায় পথ অবরোধ ও তার সাথে সাথে বিক্ষোভ করা হয়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন হাজির হয়। দেখা যায় পুলিশ অবরোধকারীদের পুলিশ ভ্যানে নিয়ে থানা নিয়ে যায়।
এসএসসি সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেই এই বিক্ষোভ করা হয়। এসএফআই হুগলি জেলা কমিটির ব্যানারে ‘কান নয় মাথা চাই এই দাবি করা হয়। প্রায় আধঘন্টা শ্রীরামপুরের বটতলায় পথ অবরোধ ও তার সাথে সাথে বিক্ষোভ করা হয়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন হাজির হয়। দেখা যায় পুলিশ অবরোধকারীদের পুলিশ ভ্যানে নিয়ে থানা নিয়ে যায়।

