মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

কুমার মাধব :: মালদা :: হরিশ্চন্দ্রপুর :: সংবাদ প্রবাহ ::  মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঘুরপথে তাদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কাটমানি নিয়ে বিবাহিত মহিলাদেরও কন্যাশ্রী পাইয়ে দেওয়া হয়েছে। এছাড়া মিড ডে মিলেও চলছে চরম দুর্নীতি। মালদহের হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ উঠেছে। ঘটনার জেরে কয়েক হাজার বাসিন্দারা মাদ্রাসা ঘেরাও করে,বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়াল। খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী! পুলিশের আশ্বাসে কয়েকঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন সর্বদলীয়ভাবে ওই বিক্ষোভ দেখানো হয়। যদিও বিক্ষোভে সামিল ছিলেন হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল আলমও। ওই মাদ্রাসা পরিচালন সমিতি রয়েছে কংগ্রেসের দখলে। ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আর যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 16 =