সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: উত্তর ২৪ পরগনা :: ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দায়ভার যাদের হাতে তাঁদের হাতে এখন মদের বোতল। এই ছবিই দেখা গেল অশোকনগরের দিঘড়া হরদয়াল বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যেই গত ফেব্রুয়ারি মাসে দত্তপুকুরের পিকনিক গার্ডেনে পিকনিক করেন। সেখানেই মদের বোতল এবং সিগারেট সবকমের নেশা করতে দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের। এই ভিডিও সামনে আসতেই মূহুর্তেই ভাইরাল। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই কি বলছেন স্কুল কর্তৃপক্ষ?
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ঘটনাট ঘটেছে তা স্কুলের বাইরে। সেখানে শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মী মিলিয়ে ১৫ বা ১৬ জন ছিলেন। বাইরের কোনও লোক সেখানে ছিলেন না। এই ধরণের ঘটনা ছাত্রছাত্রীদের কাছে খারাপ বার্তা নিয়ে যায়। আর যাতে ভবিষ্যতে এরকম কোনও ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য তাঁরা অনুতপ্ত বলেও জানানো হয়।
শিক্ষক শিক্ষিকাদের টুম্পা সোনা গানে উদ্দাম নৃত্য ভাইরাল হতেই প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষাব্যবস্থার ওপরে?