মৎস্যজীবীদের মুখে দেখা দিলো হাসি, দিঘায় উঠছে টন টন ইলিশ

নিজস্ব সংবাদদাতা :: পূর্ব মেদিনীপুর :: দিঘা :: সংবাদ প্রবাহ :: দিঘা ( পূর্ব মেদিনীপুর) নামখানা ও কাকদ্বীপের মতো দিঘাতেও বান ডেকেছে ইলিশের। গত কয়েক দিনে মৎস্যজীবীদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় মৎস্যজীবীদের মুখেও হাসি দেখা দিয়েছে।

মেঘলা আবহাওয়া, বৃষ্টি এবং পুবালি বাতাসের দাপট থাকায় প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ ধরা পড়েছে জালে। দিঘা মোহনায় মঙ্গলবার ১২ টন ইলিশ ওঠে বলে জানিয়েছেন দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়‌্যা।

তিনি বলেন, ‘ইলিশ উপযোগী আবহাওয়া থাকায় গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০-১২ টন ইলিশ উঠছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৮০ টন ইলিশ দিঘা মোহনায় উঠছে। আবহাওয়া প্রতিকুল থাকায় আরও ইলিশ ধরা পড়বে বলেই আশা আমাদের।’ প্রচুর ইলিশ ধরা পড়ায় এদিন ইলিশের দাম কিছুটা কমও ছিল।এদিন দিঘা মোহনায় পাঁচশগ্রামের বেশি সাইজের ইলিশ পাইকারি বাজারে সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা কিলো হিসেবে বিক্রি হয়েছে। আর এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১২০০-১৩০০ টাকা মূল্যে। গত ২ বছর ধরে ইলিশের খরা গেছে দিঘায়। ফলে এবার ভাল ইলিশের আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ইলিশ উপযোগী আবহাওয়া না থাকায় এবারও মরসুমের শুরুতে সেভাবে ধরা পড়েছিল না ইলিশ। তবে এ মাসে বৃষ্টি নামার পর থেকেই জালে উঠতে শুরু করেছে ইলিশের ঝাঁক। প্রচুর ইলিশ পেয়ে খুশি মৎস্যজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =