কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ক্ষমতার জেরে বাংলায় একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র।কেন্দ্রীয় সরকার বাংলার কাজে কোনো সহযোগিতা করছে না।এমনকি বাংলায় এন.আর.ই.জি.এস প্রকল্পের প্রায় ৯ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার।১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিচ্ছে কেন্দ্র।তবুও থমকে নেই বাংলার উন্নয়ন।
রবিবার মালদহের মালতীপুর বিধানসভার জালালপুরে শিলান্যাস অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ তবুও থেমে নেই বাংলার উন্নয়ন সরকারকে এক হাত নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।মন্ত্রী শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি হুশিয়ারি ছুড়েন ।
বাংলা থেকে বিপুল পরিমাণে যে কর আদায় করে নিয়ে যাচ্ছে কেন্দ্র। সেই কর বাংলার খাতে জমা পড়লে বাংলার উন্নয়ন হবে।কেন্দ্রীয় সরকারকে বাংলা থেকে কর না নেওয়ার আর্জিও জানান।উল্লেখ্য,মালদহের মালতীপুর বিধানসভার জালালপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানূকুল্যে ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণের দশটি প্রকল্পের শিলান্যাস করা হয়।ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।উপস্থিত ছিলেন,মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া,জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন,মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ প্রশাসনিক কর্তারা।
সূত্রে জানা গেছে,উত্তরবঙ্গ উন্নয়ন তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে।মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান,কেন্দ্র সরকার এনআইরইজিএস প্রকল্পের টাকা না দিলেও মমতা ব্যানার্জী যথাযর্থভাবে উন্নয়ন মূলক কাজ করে চলেছেন।মালতীপুরে স্বচ্ছভাবে কাজ চলবে।