সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা অন্যতম উপযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক দুর্নীতি মামলায় জড়িত থাকা সকলকে গ্রেপ্তারের দাবিতে এবার রাস্তায় নামল সিপিএম ।
রবিবার ১১৭ নম্বর জাতীয় সড়কের বিক্ষোভ মিছিল করে বাম কর্মী সমর্থকরা।সিংহেরহাট থেকে মিছিল শুরু করে বাম কর্মী সমর্থকরা মিছিল শেষ হয়ে করঞ্জলি বাজারে।মিছিল শেষে বাম কর্মী সমর্থকরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দহ করে।
মিছিল শেষে সিপিআইএমের এরিয়া কমিটি সদস্য সমীর সরদার বলেন, রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তার ৫ জন সঙ্গী। রাজ্যে শিক্ষিত বেকারদের চাকরি নিয়ে টাকার বিনিময়ে অন্য দের চাকরী করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শুধু একা নয় এর সঙ্গে আরও অন্যান্য মন্ত্রীরা জড়িত আছে।
সেই সকল মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়াও এই দুর্নীতি মামলা অন্যতম অভিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুক তদন্তকারী সংস্থা। আগামী দিনে সিপিএম শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে আন্দোলনে নামবে।