কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অংশীদার হল হামিদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রায় ১০ টি গ্রাম।মালদা নেহেরু যুব কেন্দ্র ও নমামী গঙ্গার ব্যবস্থাপনায় ২৫ও ২৬ জুলাই গঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ১০০ জন যুবক যুবতীকে নিয়ে গঙ্গা নদী দূষণ বন্ধ করার জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় হামিদপুর গ্রাম পঞ্চায়েত অফিস ও ইসলামপুর প্রাইমারি স্কুলে।
কালিয়াচক টু থানার অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা “নমামী গঙ্গে” প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, ইসলামপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বরকত আলী,সমাজকর্মী আনিকুল ইসলাম ,হামিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান টফুকুল ইসলাম ও অন্যান্য সমাজকর্মী ও নদীপ্রেমী ।।
দুই দিনেরএই প্রশিক্ষণ শিবিরে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওই এলাকার পরিবেশপ্রেমী হেমা খাতুন ও রিমি খাতুন।মঙ্গলবার সকাল আট টায় ১০০ জন গঙ্গা দূত সদস্যকে নিয়ে বৃক্ষরোপণ ও প্রভাত ফেরির মধ্য দিয়ে একটি সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ।