নিজস্ব সংবাদদাতা :: বাঁকুড়া :: সংবাদ প্রবাহ :: নিজের সাইকেল সারানোর দোকানে বসে গান গেয়েই এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ বাঁকুড়ার শেখ শামসুদ্দিন। সঙ্গীত শিক্ষার কোন প্রথাগত পাঠ না থাকলেও ইন্দাসের পাহাড়পুর গ্রামের এই মানুষটি ‘গান ভালোবেসে গান’। আর তাঁর সুরের জাদুতে মুগ্ধ ঐ এলাকার ছোটো বড় সকলেই। শামসুদ্দিনের কথায়, ঋণ নিয়েই এই সাইকেল সারাইয়ের দোকান, আর এখান থেকেই উপার্জিত অর্থে সংসার চালানো। গানের প্রতি চরম আগ্রহ থাকলেও আর্থিক অভাবে সেপথে পা রাখা সম্ভব হয়নি। পরে নিজের চেষ্টাতে এখন তাঁর কন্ঠে একের পর এক কালজয়ী গান যেন জীবন্ত হয়ে ওঠে, বলছেন ঐ এলাকার মানুষ।নিত্য অভাব অনটনের মাঝেও গানই যেন তাকে নতুন করে জীবন সংগ্রামে টীকে থাকার প্রেরণা দেয়। সব অভাব, অভিযোগকে দূরে সরিয়ে ইন্দাসের প্রত্যন্ত গ্রামের সাইকেল মিস্ত্রী শামসুদ্দিন গেয়ে ওঠেন ‘নফরৎ কি দুনিয়া তো ছোরকে ।