কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আবারও মানবিক মুখ শোভানগর অঞ্চল সভাপতি ভোলাদার। গত কয়েকদিন আগে বজ্রপাতে মৃত্যু হয় গবাদি পশুর। মোহনপুর কাউয়া খন এর বাসিন্দা কালু খানের বাড়িতে বাজ পড়ে গরু ছাগল সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর বাজ পড়া মাত্রই বাড়ির সদস্যরা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কালু খানের বাড়ি সদস্যদের কে স্থানীয় মিল্কি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা শোনা মাত্রই এলাকায় ছুটে যান শোভা নগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি ও তৃণমূল নেতৃত্ব। কাউয়া খনের বাসিন্দা কালু খানের বাড়িতে মঙ্গলবার সাতসকালে হাজির হন ভোলাদা সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
অসহায় কালু খানের পরিবারকে মাথা গোজার জন্য ত্রিপল ও বেশ কিছু রান্না করার বাসন পত্রসহ হাতে নগদ কিছু টাকা দিয়ে সাহায্য করেন বলে জানান শোভানগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ভোলাদা। এই দুর্দিনে অঞ্চল সভাপতিকে কাছে পেয়ে ধন্যবাদ জানান অসহায় পরিবারের সদস্যরা।