কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা জেলা থেকে এবার রাজ্যে দ্বিতীয় মন্ত্রী হল। পূর্ণ মন্ত্রী না হলেও দুইজন প্রতিমন্ত্রী পেল মালদা জেলা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। এবার মন্ত্রিত্ব পেলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রতিমন্ত্রী হলেন তিনি। আজকেই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।
আর সেই খবর আসতেই কার্যত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। খুশি সমগ্র হরিশ্চন্দ্রপুরবাসী। কারণ তাদের বিধায়ক এখন রাজ্যের মন্ত্রী। কার্যত উৎসবের আবহ দেখা গেল হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলে সেলিব্রেশন করলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। সঙ্গে মুখ্যমন্ত্রীকে জানালেন অসংখ্য ধন্যবাদ।
হরিশ্চন্দ্রপুরের কাছে এটা গর্বের দিন বলে মত তৃণমূল নেতাদের। এর ফলে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে জানাচ্ছেন তারা। সাথে পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়বে। দলীয় কার্যালয়ে এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, যুব নেতা জিয়াউর রহমান,সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা।
প্রত্যেকে মেতে উঠেছে অনাবিল আনন্দে। সাথে তারা আত্মবিশ্বাসী তাদের বিধায়কের উপর মুখ্যমন্ত্রী যে আস্থা রাখছেন বিধায়ক তার সঠিক মান রাখবেন।