নিজস্ব সংবাদদাতা :: পূর্ব বর্ধমান :: উচ্চগ্রাম :: সংবাদ প্রবাহ :: পঞ্চায়েত থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে জখম হলেন উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গলসি ১ ব্লকের উচ্চগ্রামে ।পঞ্চায়েত প্রধান মনসা বাউরি পঞ্চায়েত অফিসে গিয়ে অসুস্থতা বোধ করলে বাড়ি আসার জন্য নিজের ভাই সুনীল বাউরিকে ফোন করে টোটো নিয়ে আসতে বলে।
টোটো করে ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তায় ছজন দুষ্কৃতী তাদের পথ আটকায় । মদ্যপ অবস্থায় থাকা দুষ্কৃতীরা তাদের কাছ থেকে ব্যাগ পত্র সমস্ত কিছু কেড়ে নিয়ে লাঠি সোটা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হঠাৎ করে পথ আটকে দুষ্কৃতীরা এভাবে কেন তাদের দুই ভাইকে মারধর করল সে বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না কেউই ।
ওই দুষ্কৃতীদের মধ্যে দু একজন তাদের গ্রামের এবং বাকিরা পাশের গ্রামের বলেই দাবি আক্রান্ত প্রধান এবং তার ভাইয়ের। এই ঘটনায় গলসি থানার পুলিশ দুজনকে আটক করেছে পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে গলসি পুলিশ। গ্রামের রাস্তার মাঝে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।