হাওড়া টিকিয়াপাড়ায় জলের ট্যাঙ্ক থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনার আপডেট।

নিজস্ব সংবাদদাতা :: টিকিয়াপাড়া :: হাওড়া :: সংবাদ প্রবাহ ::  জলের ট্যাঙ্ক থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়া থানা এলাকার শ্রীনাথ পোড়েল লেনে। মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা আগস্ট হাওড়া জেলা হাসপাতালে ওই শিশু পুত্রের জন্ম দেন শামা পরভীন। ৩রা আগস্ট হাসপাতাল থেকে সন্তান সহ বাড়ি ফেরেন তিনি। পুত্র সন্তান হওয়ায় খুশিতে মেতে ওঠে পরিবার। খুশিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিলিও করা হয়েছিল। ৪ঠা আগস্ট সকাল থেকেই পরিস্থিতি বদলে যায়। আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই শিশু। পরিবার সূত্রে জানা যায়, রাতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিলো শিশুটি। কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই আর শিশুকে দেখতে পাননি তার বাবা-মা। বাড়ির ছাদে শিশুটির কিছু জামা-কাপড় দেখার পরে স্বাভাবিকভাবেই এলাকার বাড়িগুলির ছাদে এলাকার মানুষ নিখোঁজ শিশুর খোঁজ চালায়। কিন্তু কোনও কিছুরই সন্ধান মেলেনি। এরপর আজ শনিবার সকালে বাথরুমের কলের জলে রক্ত দেখে ও দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় পরিবারের। এরপর বাথরুমের উপরে থাকা ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শিশুটিকে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। আরও অভিযোগ, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ছেলে হওয়ার কারণে সে উত্তরাধিকারী পাওয়ার ফলেই হিংসার বশবর্তী হয়েই পরিকল্পনামতো এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরায় শিশু চুরির কোনও ছবি অবশ্য ধরা পড়েনি। তাছাড়াও রাতে ঘরের দরজা বন্ধ থাকায় সেই সময়ে বাড়িতে পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ ছিলনা। যার ফলে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের উপরেই সন্দেহ ঘনিয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =