ঝুমুর নাচ এবং রক্তদানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় আদিবাসী দিবস- নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান, ঝুমুর নাচ এবং রক্তদানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় আদিবাসী দিবস। নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

মূলত গোটা দেশজুড়ে আজকের দিনটিতে আদিবাসীরা বিভিন্ন ভাবে তাদের এই দিনটি পালন করে। সরকারের তরফ থেকে ও আদিবাসীদের আরো বেশি উৎসাহ দিতে এবং সামনের শ্রেণীতে নিয়ে আসতে এই দিনটি পালন করা হয়। সেইমত এদিন শান্তিপুর বিধানসভায় বাবলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আদিবাসীদের নিয়ে নাচে গান উদযাপন করা হলো এই দিনটি।

প্রথমে বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান, এরপর আদিবাসীদের ঝুমুর নাচ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন সরকার আদিবাসীদের নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছে। আগামী দিনের যাতে তারা প্রথম শ্রেণীতে উঠে আসতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আরো ভালো কিছু করার চিন্তাভাবনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 16 =