সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকখালি :: গভীর নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় উত্তাল বকখালীর সমুদ্র সৈকত। বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার জুড়েই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উপকূল এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়ার দাপট। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর।
বকখালিতে পর্যটকদের ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। সমুদ্র উত্তল থাকার কারণে বকখালি সমুদ্রের জলোচ্ছ্বাস। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বকখালীতে সমুদ্র স্নানের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সিভিল ডিফেন্স ও নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বকখালি সমুদ্র সৈকতে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সতর্ক করা কাজ চালানো হচ্ছে।
সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে বহু পর্যটক এই দিন সমুদ্রসৈকতে স্নান করতে নেমেছিল। তড়িঘড়ি বকখালি সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে যে সকল পর্যটকেরা সমুদ্র স্নান করতে নেমেছিল সে সকল পর্যটকদের অবিলম্বে সমুদ্র স্নান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। বিপর্যয় মোকাবিলায় তৎপর ও প্রস্তুত জেলা প্রশাসন।