নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার প্রকাশ্য দিবালোকে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে এক যুবক কে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বর্ধমান জেলার শহর বর্ধমানের এক নম্বর ব্লকের দেওয়ানদিঘী থানার ঢিল ছড়া দূরত্ব বিশ্বজিৎ দাস নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। কি কারণে এই খুন তার কারণ এখনো অজানা।
গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর মৃত ব্যক্তি বিশ্বজিৎ দাস পেশায় একজন গাড়িচালক ছিলেন, বয়স ২৫ বছর। প্রতিদিনের মতো এই দিনও তিনি নিজের কাজেই বের হয়েছিলেন, রাস্তার ধারে প্রস্রাব করছিলেন।অভিযোগ ধীমান ঘোষ নামে এক ব্যক্তি তাকে বাধা দিয়ে বিশ্বজিৎ দাসের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ মেরে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত ধীমান ঘোষ।
এলাকায় বাসস্ট্যান্ডের কাছে লুটিয়ে পড়েন ব্যাক্তি।ওই অবস্থাতেই গলা চেপে ছুটে আসে মানুষের সাহায্যের আশায় কিন্তু কেউ এগিয়ে আসেনা বলে অভিযোগ। উপস্থিত স্থানীয়রা তাকে নাম জিজ্ঞেস করলে তিনি বলার আগেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেওয়ানদিঘী থানার পুলিশ ।
তারা আহত বিশ্বজিৎ দাসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সুত্রের খবর ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্ত ধীমান ঘোষকে দেওয়ানদিঘি থানার পুলিশ।পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘী থানার পুলিশ।