নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শাসক দলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে গত এক দশকে বারবার নানা অভিযোগ উঠেছে। পঞ্চায়েত হোক বা লোকসভা, ভোট এলেই বিরোধী দলের প্রার্থী, নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কেষ্টর বিরুদ্ধে। এমনকী, তিনি পুলিশকে বোমা মারার নির্দেশ দেন বলেও অভিযোগ।
যদিও সেসব অভিযোগ আদালতে প্রমাণ করা যায়নি। ফলে এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন লালমাটির জেলায় শাসক দলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। কিন্তু, এবার হিসেব বদলে গেল। সম্প্রতি রাজ্যে বিভিন্ন দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি-র তৎপরতা বেড়েছে।
গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট মন্ত্রীকে। পার্থ গ্রেফতার হওয়ার পরেই অনুব্রতর গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।