কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মানিকচক:-ভারতের একটি জনপ্রিয় উৎসব।এই উৎসব হলো ভাই ও বোনের উৎসব।রাখী বন্ধন উৎসব সকল ধর্মের মানুষ পালন করে।ভারতবর্ষে এই উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে পালন করা হয়।১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন।
সম্প্রতির রাখী বন্ধন উৎসব দেখা গেল মালদার মানিকচকে। বৃহস্পতিবার সকাল নাগাদ মানিকচক ব্লক বিজেপি প্রধান কার্যলয়ে দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডলের উপস্থিতে একে অপরের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে দিনটি সাড়ম্বরে পালন করা হয়।
অন্যদিকে, মানিকচক জেডপি ২৪ নম্বর বিজেপি যুব মোর্চার তরফে মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়।এদিন মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকার কর্তব্যরত সেবিক ভলেণ্টিয়ারদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়|
পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষ,বাইক চালক,টোটো চালক এবং ছোট বড় গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে দিনটি সাড়ম্বরে পালন করে।