খাটালের মালিককে মারধর করে খাটাল তুলে সেই জায়গায় প্রমোটিং করার অভিযোগ উঠলো কামারহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কামারহাটি :: ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া মোহিনী মিল কোয়ার্টার এলাকায় । এই এলাকায় দীর্ঘ ৬০ বছর ধরে ১৫ টি পরিবার মোষের খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন ।

কিন্তু বর্তমানে ওই ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মনোজ সাউ ওই এলাকা থেকে খাটালটি তুলে দিয়ে সেখানে প্রমোটিং করতে চাইছে বলে অভিযোগ উঠছে । এই নিয়ে বেশ কয়েকবার মিটিং করলেও কোন ফল হয় নি । ওই এলাকার খাটাল মালিকদের অভিযোগ তারা ওই জমি ছাড়তে রাজি না হওয়ায় তাদের ব্যবসা বন্ধ করতে কাউন্সিলর দুই দিন আগে ওই খাটালের ড্রেন পাঁচিল দিয়ে বন্ধ করে দেয় । যার ফলে খাটাল মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে ।

তাই এর সমাধান করতে আজ বিকেলে কাউন্সিলরের সঙ্গে আবারও আলোচনায় বসেন । অভিযোগ আলোচনা সময় ওই কাউন্সিলরের কথা খাটাল মালিক মণীশ কুমার রায় মানতে রাজি না হলে তাকে মারধর করে কাউন্সিলর মনোজ সাউ ও তার দলবল । মনীষকে বাঁচাতে গেলে তার বাবা পরেশ নাথ রায় ও দাদা সন্তোষ রায়কেও মারধর করা হয় বলে অভিযোগ । এরপর তারা বৈঠক ছেড়ে বেলঘরিয়া থানায় আসেন ও এই গোটা ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করতে চান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =