নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: গতকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দুর তিরঙ্গা যাত্রায় বাধা দেয় পুলিশ। আর এরপর গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন শুভেন্দু। এবার সরাসরি এই ঘটনায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার কাঁথির একটি কর্মসূচি থেকে তিনি স্পষ্ট জানান, “১৬ তারিখ আদালতে যাবো, এটা পাকিস্তান কিংবা ইসলামাবাদ নয়।” আজ সকালে কাঁথিতে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে উপস্থিত হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির মেচেদা বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে আজাদি কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।
যেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা সহ অন্যান্যরা।