নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: পোষ্যের গলায় সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে এবং তারই পাশে অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। পরে অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা।
“ইডি ও সিবিআই’কে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি”, এরই বিরুদ্ধে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের নেতৃত্বে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে।
অন্যদিকে, বিজেপি সরকার যেভাবে ইডি সিবিআই’কে হাতের আঙুলে নাচাচ্ছে এর প্রতীকী হিসেবে হাতের আঙুলে ইডি ও সিবিআই এর পোস্টার এদিন হাওড়ার চ্যাটার্জিহাটে অপর একটি কর্মসূচি নেয় দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। ওই কেন্দ্রের দলের সভাপতি প্রীতম দাসের উদ্যোগে এই অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়।
উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।আগামী দিনে দলীয় নির্দেশ মেনে আরও বৃহওর আন্দোলনের ডাক দেওয়া হয় দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে।