নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি-সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রতিবাদে মিছিল করে তৃণমূল নেতা-কর্মীরা৷
সেই মত ১২ আগস্ট জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে অনুব্রতর গড় হিসাবে পরিচিত বোলপুরে শহরে বিশাল মিছিল করে তৃণমূল। এদিনও একই ভাবে রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে শহর জুড়ে বিশাল মিছিল হয়৷
অনুব্রত মণ্ডলের সমর্থনে স্লোগান দিয়ে চলে মিছিল৷ মন্ত্রী বলেন, “রাজ্যের মানুষ দেখছে কিভাবে বেছেবেছে আমাদের নেতাদের পিছনে ইডি-সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে৷”