নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৩ দিন পর রোমাষ্যকর তথ্য উদঘাটন করলো পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি থানার পুলিশ। আত্মঘাতী নয় ধর্ষণ করার পর খুন করা হয়েছে ওই বধুকে এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মৃত বধূর কলেজ পড়ুয়া দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।
বধুর সঙ্গে দেওরের অবৈধ সম্পর্কের কারণে এমন ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় এড়াফতেপুর গ্রামে। কাঁথি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত দেওর রহমত আলি শাহা। শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৫ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
গ্রেফতার দেওর রহমত আলি শাহা কাঁথি প্রভাত কুমার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। যদিও মৃত ওই বধুর ময়নাতদন্ত কাঁথি মহাকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।