জাতীয় পতাকা উত্তোলন কালে নানা বিভ্রাটে চরম অস্বস্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন কালে নানা বিভ্রাটে চরম অস্বস্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন। ১৫ ই আগস্ট প্রতিবছরের মত উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে জেলা শাসকের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক।

সেইমতো এবছরও সকাল সাড়ে নটায় জাতীয় পতাকা উত্তোলন করতে আসেন উত্তর ২৪ পরগনা জেলার বর্তমান জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। কিন্তু পতাকা উত্তোলন করার সময় দড়ির ফাঁসে মাঝপথে আটকে যায় ফুলের পাঁপড়ি সমেত জাতীয় পতাকা। ফের সেই পতাকা নামিয়ে আবার তোলেন জেলাশাসক নিজেই। তবে তাও তোলা হয় দন্ডের অর্ধেক পর্যন্ত। এরপর সাংবাদিকদের নজরে আসায় আবার পতাকা দন্ডের শীর্ষে তোলা হয়।

যদিও এই সম্পর্কে কোন মন্তব্য করতে চাননি জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। জেলা সদর দপ্তর সেখানে যদি এই বিভ্রাট হয় তাহলে প্রশ্নচিহ্ন ওঠে জাতীয় স্বাধীনতা দিবস পালনের উদ্যোক্তাদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সাধারণত ভিভিআইপিদের হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের আগে বেশ কয়েকবার পরীক্ষামূলকভাবে পতাকা উত্তোলন করা হয়। যাতে কোন বিভ্রাট না ঘটে। কিন্তু এদিন সেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কিনা সে সম্পর্কেও কোন সঠিক তথ্য নেই জেলা প্রশাসনের কাছে । এটা জাতীয় পতাকার অবমাননা কিনা সেটা বলবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =