নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের সকালে তিরঙ্গা পতাকা হাতে ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র্যালি হলো হাওড়ায়।
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে কাজীপাড়া পর্যন্ত এই ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র্যালির আয়োজন করেছিল হাওড়া জেলা রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন এবং হাওড়া স্পোর্টস’এন’জয় সংস্থা। এদিন সকালে হর ঘর তিরঙ্গা এবং হর হাত মে তিরঙ্গা স্কেটারের সাথে এই অভিনব র্যালির আয়োজন করা হয়।