নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ জল ঢালতে লাখো লাখো মানুষের ভিড় নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। রবিবার দিনভর নদীয়ার নবদ্বীপ ভাগীরথী নদী থেকে স্নান করে সেখান থেকে জল তুলে ৩৮ কিলোমিটার পায়ে হেঁটে শিবনিবাস এর উদ্দেশ্যে রওনা হয়েছে সমস্ত ভক্তরা।
রবিবার রাত থেকেই অসংখ্য ভক্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জল ঢালতে দেখা গেল। জল ঢালতে যাওয়ার পথে ভক্তদের যাতে কোনরকম অসুবিধা না হয় সারা রাস্তাতেই মোতায়েন ছিল পুলিশ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তার ধারে অস্থায়ী ক্যাম্প তৈরি করে ভক্তদের উদ্দেশ্যে জল এবং নিরামিষ খাবার ও বিতরণ করা হয়েছিল।