কাঁটাতারের পাশ বরাবর চাষের জমিতে পতাকা হাতে নিয়ে বিএসএফ ও কৃষকদের চাষ করার ছবি উঠে এলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বসিরহাট মহকুমার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম স্বাধীনতা দিবসের সকালে এক বিরল ছবির সাক্ষী হলো। সেখানে একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের পাশ বরাবর চাষের জমিতে পতাকা হাতে নিয়ে বিএসএফ ও কৃষকদের চাষ করার ছবি উঠে এলো।

৭৫তম এই স্বাধীনতা দিবসে মেতে উঠেছে গোটা দেশ। তারই এক অভিনব ছবি উঠে এলো সীমান্তের এই গ্রামে। সেখানে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের মিহির ক্যাম্পের জওয়ানরা স্বাধীনতা দিবসের সকালে কৃষকদের সাথে মেতে উঠলেন পতাকা হাতে নিয়ে চাষ করতে।

১১২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার নারায়ণ চন্দ্রর নেতৃত্বে এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়। ভারতবর্ষের জাতীয় ঐক‍্য রক্ষার্থে ‘জয় জওয়ান জয় কিষান’ এর প্রবাদ যথেষ্ট পুরনো। সেই ছবি উঠে এলো সীমান্তের এই গ্রামে।

অন্যদিকে ১১২ ব্যাটেললিয়ানের আমুদিয়া সীমান্ত থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় পতাকা সহ এক সাইকেল র‍্যালি বার করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধকে আরও দৃঢ় করতে এই উদ্যোগ বলে জানানো হয় বিএসএফের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =