নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: সোমবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর জুড়ে নানান কর্মসূচি পালন করা হলো।
এদিন সকালে কান্দি পৌরসভা ভবনে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটকের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।
অন্যদিকে কান্দির চড়কতলা মাঠ এলাকা থেকে কান্দি শহর জুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় প্রাক্তন সেনাবাহিনীদের পক্ষ থেকে। সব মিলিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে কান্দি শহর জুড়ে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হলো সোমবার।

