নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সোমবার ২০ জন বন্দি মুক্ত হলেন।১৫ই আগষ্ট উপলক্ষে। উপস্থিত ছিলেন দুই জন মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ ও জেল সুপার।
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের দুই মহিলা সহ ২০ জন জেলবন্দী সাজা পূরণ হওয়ার আগেই এদিন স্বাধীনতা দিবসে মুক্তি পেল ।স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেল সুপার।
আগামী দিনে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকার তাদের সহায়তাও করবে বলে জানান মন্ত্রী। স্বভাবতই খুশি সকলে যারা এদিন মুক্তি পেলেন । বাড়ির লোকজন ভোর থেকেই হাজির ছিলেন তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ।